Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাল্লায়-উপজেলা ভিত্তিক কিশোর-কিশোরী নেটওয়ার্ক সভা

হাবিবুর রহমান হাবিব,শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলা গণমিলণায়তনে ১০ মার্চ এফআইবিডিবি সিফরডি প্রকল্প শাল্লা শাখার আয়োজনে, উপজেলা ভিত্তিক কিশোর-কিশোরী নেটওয়ার্ক সভা সম্পন্ন হয়েছে। সিফরডি প্রকল্প ব্যাবস্থাপক পার্থ সারথী চৌধুরীর সভাপতিত্বে ও এফআইবিডিবি সিফরডি প্রকল্পের শাল্লা উপজেলা শাখা ম্যানেজার আবুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিফরডি অফিসার (ইউনিসেফ) সিলেট সাইদ মিল্কী। ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন সিফরডির ট্রেইনার মহসিন হাবিব। সভায় শাল্লা উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের নেতৃবৃন্দ,ইউনিয়ন কো-অর্ডিনেটর সিফরডি প্রদীপ চন্দ্র দাশ,নরেন্দ্র চন্দ্র দাশ ও সাংবাদিক হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ক্লাব প্রতিনিধিবৃন্দ তাদের নিজ নিজ ক্লাবের অর্জন তুলে ধরেন, কাজ করতে কি চ্যালেঞ্জ ছিল এবং আগামী দিনগুলোতে কিভাবে সকল চ্যালেঞ্জ অতিক্রম করা যায় তার পরিকল্পনা প্রনয়ন করা হয়। কিশোর-কিশোরী দলের নেতৃবৃন্দ তাদের এলাকায় শিশু বিয়ে প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Exit mobile version