Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাল্লায় ৫ পিআইসির সভাপতি প্রত্যাহার

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় পাউবো’র ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) থেকে দুদদের মামলার চার আসামি ও অন্য একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচজনকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি।
গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা কাবিটা স্কীম যাচাই-বাছাই ও বাস্তবায়ন কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দুদক মামলায় অভিযুক্ত হওয়ায় পিআইসি থেকে বাদ দেওয়া হয়েছে, কালিকোটা হাওর উপ-প্রকল্পের ৬০নং পিআইসি’র সভাপতি বশির আহমদ, ৬৪ নং পিআইসি’র সভাপতি আবুল মিয়া, উদগলবিল হাওর উপ-প্রকল্পের ৪০নং পিআইসি’র সভাপতি শিথিল চন্দ্র দাস, ছায়ার হাওর উপ-প্রকল্পের ৬৮নং পিআইসি’র সভাপতি সুব্রত সরকার এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় ৮১নং পিআইসি’র সভাপতি সাজু মিয়াকে বহিষ্কার করা হয়। এই ৫ পিআইসি’র সভাপতিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা
আল-মুক্তাদির হোসেন বলেন,‘ দুদক মামলায় ৪জন ও আরও একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় পিআইসি থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণের প্রস্তাবনার আলোকে উপজেলা কমিটির সভায় আলোচনা করে এসব পিআইসির সভাপতি কাকে করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

Exit mobile version