Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহজালাল মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংর্বধনা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন

সুহেল হাসান.কলকলিয়া থেকে-জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংর্বধনা অনুষ্টান শনিবার দুপুরে শাহজালাল মহাবিদ্যালয়ের উদ্যেগে কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয় । কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে ও প্রভাষক জহিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সদস্য ইছরাক আলী, সদস্য মো ছুরত মিয়া, চন্দন মিয়া, কাবুল মিয়া, কলেজের প্রভাষক এনামুল কবীর, রিংকর দাশ, সিব্বির আহমদ, দেবাশীষ রায়, হাসানুজ্জামান খাঁন, মির্জা আমিনুল হক, মহি উদ্দিন মাহি, মাহমুদ সুলতান, আবু তাহের রানা, নিজাম উদ্দিন, শিক্ষানুরাগী মানিক মিয়া, আব্দুল মালিক, মধু মিয়া, একাদশ শ্রেনীর শিক্ষার্থী আরাফাত হোসাইন, তোফায়েল বিন, পাপিয়া সুলতানা, সুমিত্রা রানী দাশ, সাবিহা তালুকদার, হোসাইন আহমদ, ঝরনা আক্তার, তানিয়া বেগম, এইচ এস সি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবা বেগম, রোখেয়া বেগম, লুৎফা তানভীন, মামুন আহমদ, রোমান আহমদ, ফেরদেীস আহমদ, মুর্শীদা বেগম, ফয়ছল আহমদ, রেবা বেগম, প্রাত্তন শিক্ষার্থী নিউটন দে, রূপক রাজ, শিক্ষার্থী মোজাম্মেল হক রিপন, আবু তাহের, লোকমান, আখলাক প্রমুখ। অধ্যক্ষ এম এ মতিন সমাপনী বক্তব্যে পরীক্ষার্থীদের উজ্জল ভবিষত ও দোয়া কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে শাহজালাল মহাবিদ্যালয় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। আমরা আশাবাদী এবারও শিক্ষাথীরা ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে। তিনি শিক্ষাথীদের জন্য সকলের দোয়া কামনা করেন। উল্লেখ্য চলতি বছর শাহজালাল মহাবিদ্যালয়ে ১৭৩ জন পরীক্ষার্থী আগামী ১এপ্রিল এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ।

Exit mobile version