Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহজালাল মহাবিদ্যালয়ে প্রবেশপত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্তি ফি আদায়ের অভিযোগ

সুহেল হাসান কলকলিয়া থেকে:: জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র ফি বাবত অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে । ৩এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হবে, তাই আজ বৃহস্পতিবার শাহজালাল মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিষ্টশন কার্ড বিতরন করা হয়। পরীক্ষার প্রবেশপত্র জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে মানবিক শাখা ৪০০ ও বিজ্ঞান শাখায় ৪৫০ টাকা অতিরিক্ত ফি আদায় করা হয়।
শাহজালাল মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষাথী নাম প্রকাশ করা না শর্তে অভিযোগ করে বলেন, আমি কলেজে এসেছি প্রবেশপত্র সংগ্রহ করা জন্য, কিন্তু কলেজে এসে জানতে পারলাম পরীক্ষার প্রবেশপত্রর জন্য টাকা লাগবে, যার পরিমান মানবিক শাখায় ৪০০ ও বিজ্ঞান শাখার ৪৫০ টাকা ।
শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষার প্রবেশপত্রের অতিরিক্ত ফি আদায় করা প্রসঙ্গে জানতে চাইলে, তিনি বলেন, আমরা পরীক্ষাথীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্রের জন্য ও বোর্ডে যাতায়াতের খরচ বাবত কিছু ফি আদায় করছি। শাহজালাল মহাবিদ্যলয় পরিচালনা কমিটির সদস্য ফখরুল হাসানের জানতে চাইলে তিনি বলেন, আমি এবিষয়ে অবগত নই।
এবছরের ৩এপ্রিল শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা । শাহজালাল মহাবিদ্যালয়ের মানবিক ও বিজ্ঞান শাখায় ১৮১জন পরীক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশগ্রহন করবে।

Exit mobile version