Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহারপাড়া গ্রামে একটি যাতায়াত রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের একটি চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই পরিবার দুর্ভোগে পড়েছেন। জানা গেছে,শাহারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কুলসুমা বিবি কামালীর মালিকানা রাস্তায় জোরপূর্বক একই গ্রামের সামছুল ইসলাম কামালীর দুলা মিয়া লোকজন সম্প্রতি জোরপূর্বক দেয়াল নির্মাণ করছে। এবিষয়ে কুলসুমা বিবি কামালীর পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামছুল ইসলাম কামালীর লোকজন রাস্তা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন কুলসুমা বিবি। তাঁর অভিযোগ সূত্রে জানা যায়, শাহারপাড়া মৌজার ১২৫১ নং দাগে ২৪ শতক,ও ১২৫০ নং দাগে ১৪ শতক বাড়ি,বরন্ডি ও পারিবারিককবরস্থান রাস্তা ও মাজার রকম ভূমি রয়েছে। উক্ত ভূমি সহ একই গ্রামের আকিক মিয়ার মৌরসী ৭১ শতাংশ ভূমি সামছুল ইসলাম জোরপূর্বক দখলের চেষ্ঠা চালান। যা নিয়ে আইনের আশ্রয় নেয়া হলেও কোন কাজ হচ্ছে না। কুলসুমা বেগম জানান, সামছুল ইসলাম কামালী একজন ভূমিখেকো প্রকৃতির লোক। তিনি আমাদের মাজারে যাতায়াতের রাস্তা বন্ধ করেদিয়েছেন। এছাড়াও আমাদের স্বত্ব দখলীয় পুকুর ইজারা নিয়ে ইজারা মূল্যে পরিশোধ না করে শর্ত লঙ্গন করেছেন। যা আমি স্থানীয় ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ করেছি। এছাড়াও সামছুল ইসলাম মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানী করছে। এবিষয়ে সামছুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান জানান ,কুলসুমা বেগমের অভিযোগ পেয়ে কিছু টাকা আদায় করে দিয়েছিলাম। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, শাহারপাড়ার এ ঘটনায় আদালতে মামলা চলছে। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষায় যা করা প্রয়োজন তা করে যাচ্ছি।

Exit mobile version