Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষক দিবসে জগন্নাথপুরের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ;: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক, প্রবীন অাওয়ামী লীগ নেতা অাব্দুল হেকিম মাষ্টার অার নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। অাজ সকালে সিলেটের পশ্চিম পীরমহল্লায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুমের প্রথম নামাজে জানাজা পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অাজ বাদ এশা জগন্নাথপুরের রৌয়াইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পঞ্চায়িতি কবরস্হানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে তিন মেয়ে অসংখ্য আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন। তাঁর বড়মেয়ে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন আর জামাতা ফররুখ আআহমদ কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আন্তর্জাতিক শিক্ষক দিবসে জগন্নাথপুরের আর্দশ শিক্ষকের মৃত্যুতে জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ কারীরা হলেন প্রবীণ রাজনীতিবীদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ নুরুল ইসলাম,উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান,সাধারন সম্পাদক হাজের আলী,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,বার্তা সম্পাদক আলী আহমদ,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ প্রমুখ শিক্ষক দিবসে জগন্নাথপুরের আর্দশ শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশকারী নেতৃবৃন্দ শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Exit mobile version