Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার বিচারের দাবি ইইউ’র

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ঘটনাস্থলে কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হামলাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। আজ মঙ্গলবার সকালে হাইকমিশনারদের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার নিন্দা জানিয়ে বলা হয়েছে, গত কয়েকদিনে ঢাকার রাস্তায় যে সহিংসতার ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও যুবকদের উপর হামলাকে কেন্দ্র করে অপর গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার বিষয়টি আমাদের উদ্বেগের প্রধান কারণ। আমরা আশা করি, শান্তিপূর্ণ প্রতিবাদের উপর সম্মান প্রদর্শন করে উভয় পক্ষই শান্ত থাকবে। আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিককদের উপর বেআইনী হামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতাধীন করতে হবে।
স্কুলের শিশুরা বাংলাদেশের সড়কে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে হতাশা প্রকাশ করেছে। সরকারের এই আন্দোলনের স্বীকৃতি একটি স্বাগত পদক্ষেপ।
সুত্র-মানব জমিন

Exit mobile version