Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে জগন্নাথপুর ডিগ্রী কলেজে মানববন্ধন কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার:: বির্বিঘ্নে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের শিক্ষক ছাত্র ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর ডিগ্রী কলেজের উদ্যোগে পালিত হয়েছে। জগন্নাথপুর ডিগ্রী কলেজ চত্বরে মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূর ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার,পান্ডব চন্দ্র দাশ,নুরুন মোক্তাকিন,প্রভাষক ফজলুল কাদের,বিজীত রঞ্জন বৈদ্য,ফয়সল কবির,প্রতিভা রানী দাশ,সুরঞ্জিত কুমার সেন,আব্দুল বাতেন, অশেষ কান্তি দে, নিয়াজ আহমদ প্রমুখ। সভায় জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূর বলেন, হরতাল অবরোধ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। তাই এসব নাশকতামূলক কর্মসূচী থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করতে হবে। টানা ৪৫ মিনিটি স্থায়ী এ মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক ছাত্র ও কর্মচারীরার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Exit mobile version