Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, সড়কের পাশে পশুর হাট বসানো যাবে না

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট সংক্রান্ত একটি সভা জুম ভিডিও কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে সভায় ছোট আকারের কোরবানির পশুর হাটের সংখ্যা বাড়ানো, হাটে আসা গরুর জন্য আলাদা লেনের ব্যবস্থা, ক্রেতাদের জন্য আলাদা একমুখী প্রবেশ এবং বের হওয়ার জন্য পৃথক পথ রাখা, ইজারাদারগণকে হাটে পর্যাপ্ত সংখ্যক স্থানীয় আনসার, গ্রাম পুলিশ এবং নির্ধারিত পোষাক ও পরিচয়পত্রধারী ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক নিয়োগ করা, মাঠে পর্যাপ্ত জীবানুনাশক ব্লিচিং পাউডারের ব্যবস্থা, প্রতিদিন হাট এলাকা জীবানুমুক্ত করা, বর্জ্য অপসারণ করা, ক্রেতা এবং বিক্রেতা সকলকেই মাস্ক পরিধান করা, শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের গরুর হাটে প্রবেশ করতে না দেয়া, একজন ক্রেতা সর্বোচ্চ দুইজন ব্যক্তির গরুর হাটে প্রবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও সভায় জাল নোট সনাক্তকরণের জন্য স্থানীয় ব্যাংকের সহায়তায় জালনোট সনাক্তকরণ বুথ প্রস্তুত রাখা, হাটে প্রবেশ ও বহির্গমন মুখে অস্থায়ী হাত ধোয়ার ব্যবস্থা, হাটে বা হাটকে কেন্দ্র করে খাবার, চা, পান বা সিগারেটের দোকান বসতে না দেয়া, ক্রেতাদের সরাসরি বিক্রেতার বাড়ি থেকে গবাদিপশু ক্রয়ে উৎসাহিত করা, জাউয়াবাজার, গোবিন্দগঞ্জ বাজার, পাথারিয়া বাজার, রসুলগঞ্জ বাজার, বাঘবেড়, মহেশখলা, ভমভমি সহ জেলার বড় হাটে ভীড় কমানোর জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ/জাতীয় বা আঞ্চলিক সড়কের পাশে কোনক্রমেই হাট না বসানোর সিদ্ধান্ত হয়।
সভায় আগামী ২০ জুলাইয়ের মধ্যে কোরবানির অস্থায়ী পশুর হাট স্থাপনের প্রস্তাব উপজেলা পরিষদ এবং পৌরসভার মাধ্যমে প্রেরণ করার জন্য বলা হয়েছে। গরুর হাটে জরুরী সেবা প্রদানের জন্য চিকিৎসক এবং স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এবং অসুস্থ গবাদী পশু শনাক্তকরণের জন্য প্রত্যেক হাটে একজন ভেটেরিনারি সার্জন রাখতে হয়েছে।
জুম ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপপরিচালক (ভারপ্রাপ্ত), সকল পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্থায়ী পশুর হাটের ইজারাদারগণ অংশ নেন।

Exit mobile version