Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর কর আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। শনিবার বিকালে শহরের আলফাত স্কয়ারে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, ছাত্রইউনিয়ন নেতা মনির হোসেন দুর্জয়, মো. বিনয় আমিন, নূর জাহান নূরী প্রমুখ।
বক্তারা বলেন, কোথাও জনসমাগম এড়ানোর কোন বালাই নেই। সভা সমাবেশ সবকিছুই হচ্ছে। কেবল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখে শিক্ষার্থীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনলাইনে পাঠদানের কথা বলে আরেক হাস্যকর বিষয় সামনে আনা হচ্ছে। গ্রামের কয়জন অভিভাবকের অ্যানড্রয়েড ফোন আছে। তারা এর ব্যবহার জানে কি-না, এসব চিন্তা করা হচ্ছে না। গ্রামের কোথাও অনলাইনে পাঠদান হচ্ছে না। শিক্ষা এবং শিক্ষাজীবন বাঁচাতে দ্রুত স্কুল খুলে দেবার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫% কর প্রদানের বিষয়টি অমানবিক। কারণ বেসরকারি বিশ^বিদ্যালয়ের আইনে বলা হয়েছে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। সরকার এখন এ প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় এনে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাতে চাইছে। যা অতীতের মতো শিক্ষার্থীরা গণ আন্দোলন করে বাতিল করবে।

Exit mobile version