Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শীতের পিঠা বানানোর সময় অগ্নিদ্বগ্ধ প্রবাসীর স্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যেতে শীতের পিঠা তৈরির সময় ফিরোজা বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শুক্রবার দিনগত রাত প্রায় দেড়টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার শিলক গ্রামের জহির আহমদ সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজা বেগম এলাকার প্রবাসী মফিজুল হকের স্ত্রী বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি জানান, মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শুক্রবার দিনগত রাতে রান্না ঘরে শীতের পিঠা বানানোর সময় ফিরোজা বেগমের শরীরে জড়ানো চাদরে আগুন লেগে যায়। এতে মারাতœকভাবে অগ্নিদ্বগ্ধ হন তিনি। চিৎকার শুনে আশপাশের লোকজন ফিরোজা বেগমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফিরোজা বেগমকে বার্ন ইউনিটে ভর্তি করান। তার শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসক শহীদুল্লাহ সিকদার।

Exit mobile version