Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শূন্য রানে আউট ভারতের ৬ ব্যাটসম্যান

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত। আজ বুধবার কেপটাউনে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ২৩.২ ওভারে ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ১৬ রানে ৬ উইকেট নেন সিরাজ।

প্রোটিয়াদের ৫৫ রানে গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৫৩ রান করে ভারত। এরপর লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ১১ বলে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই ৬ উইকেট হারায় ভারত।

লুঙ্গি এনগিডির করা ৩৪তম ওভারেই শুরু হয় ভারতের ব্যাটিং ধস। এনগিডির সেই ওভারেই লোকেশ রাহুলের পর ফেরেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরা।

এনগিডির পর কাগিসো রাবাদাও এক ওভারে ৩ উইকেট নেন। ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি। এরপর মোহাম্মদ সিরাজ হন রান আউট, প্রসিধ কৃষ্ণা দেন ক্যাচ।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে স্কোর বোর্ডে কোনো রান যোগ হয়নি। উল্টো পড়ে যায় ৬ উইকেট। ভারত ৩৪.৫ ওভারে ১৫৩ রানে অলআউট হয়।

দলের হয়ে ৪৬ রান করেন কোহলি। ৩৯ রান করেন রোহিত। ৩৬ রান করেন শুভমান গিল। ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে ফেরেন। তারা হলেন- ওপেনার জসবি জসওয়াল, স্রেয়াশ আইয়ার, রবিন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। টেস্টে এর আগে এরকম লজ্জার কাণ্ড হয়েছিল মাত্র একবার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার।

Exit mobile version