Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শৈশবের বন্যার স্মৃতি-অধ্যক্ষ মো.অাব্দুল মতিন

কলা গাছের ভেলায়
বন্যার জলে কাটিয়েছি
দিনভর,
বাড়ির পাশে এসে শুনি
বাবার রাগত স্বর,
“যদি তোর শরীরে অাসে
প্রচন্ড জ্বর”?
লাফিয়ে পড়লাম জলে
‘কাদির’একাই লগি টানে
একডুবে উঠলাম গিয়ে
দাদার কবর!
মনেমনে ভয় জাগে
বাবা যদি ছুটে অাসে
সামনে দেখি মুখ
বিষাক্ত সাপ’র!
অাবার দিলাম ডুব
নিজেকে ভাবি নির্বোধ
কূলে উঠে দেখি গায়ে
ইয়াবড় জোক!
রক্তাক্ত করল জোকে
কান্নাকাটি করলাম শোকে
অাঁচল নিয়ে এলেন মা
দিলেন শান্তির বুক।

মো. অাব্দুল মতিন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহজালাল মহাবিদ্যালয় জগন্নাথপুর।

Exit mobile version