Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্যামহাট আশ্রমে নিত্যানন্দ গোস্বামীর ৩৪তম তিরোভাব উৎসব মঙ্গলবার থেকে শুরু

স্টাফ রিপোর্টার::শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূ প্রীতার্থে বিশ্বশান্তি কামনা ও মানব কল্যাণে বৈষ্ণমরায় বংশবাতংস মহান বৈষ্ণবাচার্য্য সিদ্ধাত্ম গুরুজিউ প্রভূপাদ শ্রী শ্রী কৃষ্ণপদ গোস্বামী নিত্যানন্দ গোস্বামীর ৩৪তম তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দেও নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শ্যামহাট আশ্রমে ৩১ জানুয়ারি মঙ্গলবারমদদদ সন্ধ্যা ছয়টায় মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে শুরু হবে। সন্ধ্যা সাতটায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ করবেন ভক্তপ্রবর শ্যামসুন্দর দে রাধেশ্যাম,রাত ৯টায় শুভ অধিবাস পরিবেশনায় রতিশ চন্দ্র দাস।বুধবার অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দেও নাম ও লীলা সংকীর্ত্তন কীর্ত্তন পরিবেশনায় রাধাশ্যাম সুন্দর সম্প্রদায় বালাগঞ্জ,রাধেশ্যাম সম্প্রদায় নবীগঞ্জ।শ্রীগুরু সম্প্রদায় দিরাই। ২ ডিসেম্বও বৃহস্পতিবার দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।

Exit mobile version