Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্যামহাট আশ্রমে প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোভাব তিথি আজ থেকে শুরু

স্টাফ রিপোর্টার
শ্র্র্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, চৌষট্টি মোহন্তের অন্যতম শ্রী নারায়ন বাচস্পতি মহোদয়ের আত্মজ শ্রীল বৈষ্ণব রায় ও মনোহর রায় বংশোদ্ভূত সিদ্ধ মহাপুরুষ প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোভাব তিথি স্মরণে অষ্টপ্রহর ব্যাপি শ্রীশ্রী রাধাকৃষ্ণের লীলা স্মরণ মহোৎসবের অধিবাস আজ মঙ্গলবার।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের শ্যামহাট আশ্রমে বিকাল ৫টায় শ্রীহট্ট হরিসভার পরিচালনায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও রাত ৮টায় মহোৎসবের অধিবাস হবে।
২৮ ফেব্রুয়ারি বুধবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপি লীলা কীর্ত্তন শুরু হবে। লীলঅমৃত বিতরণে হবিগঞ্জের পংকজ ভট্টাচার্য্য, মৌলভীবাজারের কুলাউড়ার বিদ্যুৎ চন্দ্র দাস, জাফলং এর কৃষ্ণপ্রিয়া সম্প্রদায়, নবীগঞ্জের রতনমনি দাস বাবুল, শাল্লা উপজেলার বৈষ্ণব সম্প্রদায় সহ বিশিষ্ট কীর্তনিয়া দল।
১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় দধিভান্ড ভঞ্জন এবং পূর্ণার মধ্যে দিয়ে শেষ হবে মহোৎসব।
শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারন সম্পাদক অমিত দেব উৎসবে সকল ভক্তবৃন্দের উপস্হিতি কামনা করছেন।

Exit mobile version