Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্রীঘ্রই শুরু হবে রানীগঞ্জ সেতুর কাজ টেন্ডারে অংশ নিয়েছে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান

সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে :: পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়েছে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। খুব শ্রীঘ্রই ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাছাই বাছাই করে কাযার্দেশ প্রদান করা হবে। বিষয়টি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্র্হী প্রকৌশলী আনোয়ারুল আমীন। তিনি জানান, কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর কাজ শুরু করতে ইতিমধ্যে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। একশ ২৭ কোটি টাকা ব্যয়ে এসেতুর কাজ বাস্তবায়িত হবে। ইতিমধ্যে মন্ত্রী এম এ মান্নান এর প্র্রচেষ্ঠায় সেতুটির প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের জন্য টেন্ডার অংশ নিয়েছে। তাদের কাগজপত্র যাছাই বাছাই চলছে। খুব শ্রীঘ্রই ঠিকাদার নিয়োগ করে সেতুর কাজ শুরু হবে। তিনি বলেন ,সড়ক বিভাগ যথাসময়ের মধ্যে সেতুটির কাজ শেষ করতে বদ্ধপরিকর। এছাড়াও তিনি এক মাসের মধ্যে ফেরি চালু করে পাগলা-জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কটি চালু করা হবে জানান।

Exit mobile version