Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্রীমঙ্গলে ৫৭ বছরের বৃদ্ধের সাথে ১২ বছরের কিশোরীর বিয়ের আয়োজন, পণ্ড করলো প্রশাসন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৭ বছরের এক বৃদ্ধের সাথে বিয়ে ঠিক হয়েছিলো ১২ বছরের এক কিশোরীর। আজ (শুক্রবার) এ বিয়ে হওয়ার কথা ছিলো। তবে তার আগে বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা ও পুলিশ প্রশাসন উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার বিয়ে পণ্ড করে দেয়।

উদ্ধারকৃত কিশোরী স্থানীয় আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। তার বাবা ফখরুল ইসলাম ঢাকার বাসিন্দা নজরুল ইসলাম নামে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির সাথে মেয়ের বিয়ে ঠিক করেন। বিয়ের আগেরদিন বৃহস্পতিবার গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশাসন এ খবর পেয়ে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে কিশোরীকে উদ্ধার করে আনে।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবরে চালানো এ অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেবা আক্তার,কালাপুর ইউপি চেয়ারম্যান মজুল রহমান চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশসহ উদ্ধারকারী টিম অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।

এদিকে পুলিশ আসার খবর পেয়ে তাহমিনার বাবা-মা ও আত্মীয় স্বজন বাড়ী ছেড়ে পালিয়ে যান।

ওই কিশোরীর কাছ থেকে জানা যায়, বর পক্ষের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে তার বাবা এই বিয়েতে রাজী হয়েছেন। এরমধ্যে ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন বরপক্ষ বিয়ের আগেই প্রদান করেছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বিগত ১৯ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশ্বেরুল ইসলাম অভিযান চালিয়ে পূর্বে আরেক দফা ওই কিশোরীর বিয়ে বন্ধ করেন। পরবর্তীতে আবারো অর্থ লোভী পিতা গোপনে একই ব্যক্তির সাথে পুনরায় ২৭ অক্টোবর বিয়ের দিন ধার্য করেন।

কিশোরী জানায়, ‘বাবা-মা বলেছে নজরুল ইসলামের (বর) সাথে আমাকে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে নজরুল ইসলাম বিষ পানে আত্তহত্যা করবে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না তারা আমাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজী করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেবা আক্তার বলেন, এর আগেও একবার আমরা মেয়েটিকে বাল্যবিয়ে থেকে মুক্ত করেছি। কিন্তু অর্থ লোভী দরিদ্র পিতা পুনরায় মেয়ের বাল্যবিবাহের আয়োজন করে।

এদিকে এলাকাবাসী সন্দেহ করছে, নজরুল ইসলাম শিশু পাচারকারী বা এ সম্পর্কিত কোন অপরাধের সাথে যুক্ত কিনা প্রসাশন যেন সেদিকে একটু নজর দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আদালতের মাধ্যমে ওই কিশোরীকে সিলেটে সেইফ হোমে পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version