Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্রীরামসি আঞ্চলিক শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এম এ মান্নান-লাখো শহিদের রক্তে অর্জিত বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান হতে পারে না

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করছে। মন্ত্রী বলেন, ৭১ এর পরাজিত শক্তি এখনো বাংলাদেশকে নিয়ে ষড়ষন্ত্র করতে চায়। তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে আমাদের তরুন প্রজন্মকে ইসলামের নামে ভূল তথ্য দিয়ে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চেষ্ঠা করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান হতে পারে না। তিনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা লালনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে ৩১ শে আগষ্ট আঞ্চলিক শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মোঃ জুয়েল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শিপন আলী ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, স্বাগত বক্তব্য রাখেন শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শ্রীরামসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, আবু আনাছ, বাবুল মিয়া, নজরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন আব্দুর রাজ্জাক ও মানপত্র পাঠ করেন মুহিবুর রহমান মুহিব। সভায় শহীদ স্মৃতি মেধা নির্বাচনী পরীক্ষায় বিজয়ী মেধাবীদের পুরস্কার তুলে দেন।

মন্ত্রী প্রথমে শহীদের স্মৃতি বিজড়িত ফলকে পুস্পর্স্তক অর্পন করেন। এছাড়াও শ্রীরামসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল সম্প্রসারিত ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের ওয়েব সাইট উদ্বোধন করেন। এসময় শ্রীরামসি স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহক্রাী প্রকৌশলী সঞ্জিব কুমার দে,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,কল্যাণ কান্তি রায় সানী, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান।
পরে মন্ত্রী শ্রীরামসি চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের উদ্বোধন করে বিদ্যালয় প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন। এছাড়াও সকালে প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নলজুর নদীতে পোনা মাছ অবমুক্ত করেন।

Exit mobile version