Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আঞ্চলিক গনহত্যা দিবস পালিত

১৯৭১ সালের ৩১ আগস্ট সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে পাকিস্থানী বরর্বর বাহিনী ও তাদের দোসরদের সহায়তায় শতাধিক নিরিহ মানুষকে হত্যা করা হয়। দিনটি স্মরনে আঞ্চলিক শোকদিবস পালন উপলক্ষে যুক্তরাজ্যস্থ ‘শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে এক মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে অনুষ্ঠিত হয়।

মসজিদের খতিব মাওলনা নজরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্টিত মিলাদ মাহফিলে দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান খোকন শ্রীরামসি হত্যাযঞ্চের জন্য দোষীদের বিচারের সম্মুখিন করতে প্রধান শেখ হাসিনা কাছে আহবান জানান।

মিলাদ মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবর আলী, ব্রিকলেইন মসজিদের সভাপতি সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী, কমিউনিটি নেতা আনচারুল হক, তবরিছ আলী, আলহাজ্ব মুক্তার মিযা, আব্দুল মালিক মানিক, আব্দুল লেইছ মিযা, ইসমত আলী, ওমর আলী, আংগুর আলী, আব্দুল খালিক, আমীর হোসেন, আজমল হোসেন, আব্দুর হান্নান খোকা, জমশেদ আলী, শাহ আলম, গোলাব আলী, আছাব উদ্দীন, ইসলাম উদ্দীন, আলী আক্কাস, আব্দুর রূপ শাহনুর, সোনা মিয়া, আজেফর আলী, আলহাজ্ব শমসের আলী, ছাদ উদ্দীন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি-

Exit mobile version