Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংক্রমণের হার কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : দীপু মনি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, হঠাৎ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

সংক্রমণের হার কমে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণের হার কমে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে এখন অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান থাকব।

কোচিং সেন্টার বন্ধ থাকবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ থাকবে। এ সময় তিনি টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Exit mobile version