Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংবাদ প্রকাশের পর জগন্নাথপুরে সেই সড়ক থেকে সরিয়ে নেয়া হলো গাড়ি মেরামতখানা

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রধান সড়কের ওপর দখল করে গড়ে তোলা গাড়ি মেরামতখানা সরিয়ে নেয়া হয়েছে। গতকাল বুধবার দখলদারা নিজ নিজ উদ্যোগে গাড়িগুলি সরিয়ে নেন।
গত মঙ্গলবার  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে ‘জগন্নাথপুরের প্রধান সড়ক দখল করে নির্বিঘেœ চলছে গাড়ি মেরামত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়ে কর্তৃপক্ষের। পরে গাড়িগুলি সরিয়ে নেয়া নেয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটবমকে বলেন, সড়ক ওপর বেআইনিভাবে গড়ে তোলা গাড়ি মেরামতখানা সরিয়ে দেয়ার জন্য পুলিশকে আমি বলেছি। পুলিশের নির্দেশনা দখলদারগণ নিজ নিজ উদ্যোগে সড়ক থেকে গাড়িগুলি সরিয়ে নিয়েছেন।

প্রসঙ্গত, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসির সরাসরি যাতায়াতের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কটি। এই সড়কের জগন্নাথপুর পৌরশহরের বটেরতল এলাকায় সড়কের পাশে অবস্থিত ‘মা মটর শো এবং রাদেশ নাথ ইঞ্জিনিয়ারিং, নামে দুইটি মটর ওয়ার্কশপের লোকজন সড়কে ওপর মিনিবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন পাকিং করে মেরামত করে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিল।

Exit mobile version