Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংবাদ সন্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা- জঙ্গিবাদের শেকড় খুঁজে বের করা হবে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভুত্থানচেষ্টার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময় অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে। তুরস্কের জনগণ সেনা অভ্যুত্থান মোকাবিলা করে প্রমাণ করে দিয়েছে জনগণই ক্ষমতার উৎস।

আজ রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মঙ্গোলিয়া সফর নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, আমরা যখন আসেম সম্মেলনে তখনই ফ্রান্সে হামলার ঘটনার খবর আসে। আমি তখনও নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাচ্ছি। এরপরই তুরস্কের সেনা অভ্যুত্থানের খবর আসে।

তিনি বলেন, আসেম সম্মেলনে আমি আমার বক্তব্যে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তুলে ধরি। পাশাপাশি জঙ্গিবাদের মদদদাতা, অর্থদাতা, অস্ত্রদাতাদের খুঁজে বের করতে সবার দৃষ্টি আকর্ষণ করি। তিনি ইংলিশ মিডিয়াম ও উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সব চাহিদাপূরণ হওয়া সত্ত্বেও তারা জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে।

তিনি বলেন, তারা মানুষ হত্যা করে বেহেস্তের হুরপরি খুঁজছে। এগুলো করে তারা বেহেস্তের দরজা খুলতে চায়। মানুষ হত্যা করলে বেহেস্তের দরজা খোলে না’উচ্চবিত্তের এসব সন্তানরা কেন জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে তা খুজেঁ বের করতে হবে। যার কাছে যে তথ্য আছে একে অপরকে দিতে হবে। এতে তাদের শেকড় খুঁজে বের করা যাবে।’

তিনি বলেন, ‘এরা (জঙ্গিরা) যে অস্ত্র ব্যবহার করেছে তা কোত্থেকে এসেছে? সরবরাহকারী/ডিলার কে? অর্থ সহায়তা দিচ্ছে কারা? এগুলো বের করতে হবে। আমরা সবাই মিলে কাজ করব।’

Exit mobile version