Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ প্রার্থী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে গণভবনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, মোট ১ হাজার ৫৫৩ প্রার্থী এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্য থেকে যাচাই–বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

যে ৪৮ জন মনোনয়ন পেয়েছেন, তাঁরা হলেন:
রেজিয়া ইসলাম—পঞ্চগড়
দ্রৌপদী বেবি আগরওয়াল—ঠাকুরগাঁও
আশিকা সুলতানা—নীলফামারী
রোকেয়া সুলতানা—জয়পুরহাট
কোহেলী কুদ্দুস—নাটোর
জারা জাবীন মাহবুব—চাঁপাইনবাবগঞ্জ
রুনু রেজা—খুলনা
ফরিদা আক্তার বানু—বাগেরহাট
মোসা. ফারজানা সুমি—বরগুনা
খালেদা বাহার—ভোলা
নাজনীন নাহার রশীদ—পটুয়াখালী
ফরিদা ইয়াসমিন—নরসিংদী
উম্মি ফারজানা ছাত্তার—ময়মনসিংহ
নাদিয়া বিনতে আমিন—নেত্রকোনা
মাহফুজা সুলতানা—জয়পুরহাট
পারভীন জামান—ঝিনাইদহ
আরমা দত্ত—কুমিল্লা
লায়লা পারভীন—সাতক্ষীরা
মন্নুজান সুফিয়ান—খুলনা
বেদৌরা আহমেদ সালাম—গোপালগঞ্জ
শবনম জাহান—ঢাকা
পারুল আক্তার—ঢাকা
সাবেরা বেগম—ঢাকা
শাম্মী আহমেদ—বরিশাল
নাহিদ ইজাহার খান—ঢাকা
ঝর্না হাসান—ফরিদপুর
ফজিলাতুন নেসা—মুন্সিগঞ্জ
সাহিদা তারেখ—ঢাকা
অনিমা মুক্তি গোমেজ—ঢাকা
শেখ আনার কলি—ঢাকা
মাসুদা সিদ্দিক রোজী—নরসিংদী
তারানা হালিম—টাঙ্গাইল
বেগম শামসুন নাহার—টাঙ্গাইল
মেহের আফরোজ—গাজীপুর
অপরাজিতা হক—টাঙ্গাইল
হাছিনা বারী চৌধুরী—ঢাকা
নাজমা আকতার—গোপালগঞ্জ

রুমা চক্রবর্তী—সিলেট
ফরিদুন্নাহার লাইলী—লক্ষ্মীপুর

আশ্রাফুন নেছা—লক্ষ্মীপুর
কানন আরা বেগম—নোয়াখালী
শামীমা হারুন—চট্টগ্রাম
ফরিদা খানম—নোয়াখালী
দিলোয়ারা ইউসুফ—চট্টগ্রাম
ওয়াসিকা আয়েশা খান—চট্টগ্রাম
জ্বরতী তঞ্চঙ্গ্যা—রাঙামাটি
সানজিদা খানম—ঢাকা
মোছা. নাসিমা জামান—রংপুর
ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের অনুরোধে নোয়াখালী থেকে কানন আরা বেগমের নাম বিবেচনা করা হয়েছে। আর একটি আসন গণতন্ত্রী পার্টিকে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।

সুত্র প্রথম আলো

Exit mobile version