Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংসদ নির্বাচনের শান্তি শৃঙ্খলা রক্ষায় তৎপর সুনামগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯

স্টাফ রিপোর্টার:: দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে  সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব ফোর্সেস গত ২৯ ডিসেম্বর থেকে ১০ই  জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, চেকপোস্ট সুনামগঞ্জের পাঁচটি আসনে র‍্যাব ০৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ এর দুটিসহ মোট ১১টি টহল দিনে এবং রাতে  সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করার কথা। সে অনুযায়ী তারা কাজ শুরু করেছেন।জগন্নাথপুর সহ জেলার ৫ টি আসনের সবকটি উপজেলায় তাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।
সুনামগঞ্জ র‌্যাব-০৯ জানিয়েছে, নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। একইভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১১টি টহল টিম মোতায়েন করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা রক্ষার্থে ক্লান্তিহীনভাবে কাজ করছে র‍্যাব-৯ সুনামগঞ্জ। নাঠ পর্যায়ে তাদের কার্যক্রম অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে বলে জনসাধারণ আশাবাদ ব্যক্ত করেছেন।
Exit mobile version