Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সংসদ নির্বাচন: যুক্তরাজ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের এখনো খালেদা-তারেকের সঙ্গে দেখা হয়নি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৫ টি আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে কারো সঙ্গেই দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এখনো আনুষ্ঠানিকভাবে দেখা করেননি। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে একান্তেই কাটিয়েছেন। অবশ্য আগ্রহীরা অপেক্ষা করছেন ৮ জুলাই যুক্তরাজ্যে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার সময় দেখা করার প্রত্যাশায়।
যুক্তরাজ্য বিএনপি’র একজন নেতা জানিয়েছেন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে আসার পর মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা যুক্তরাজ্যের নাগরিক নয়, তারাও এসেছেন দেখা করতে। যুক্তরাজ্যে স্থায়ীভাবে অবস্থান করেন, এই সময়ে দেশে ছিলেন, এরাও তড়িঘড়ি করে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা যুক্তরাজ্যে রয়েছেন, এরা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসন), তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা), জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লে. কর্নেল অব. আলী আহমদ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ), বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী রেজাউল কবির জায়গিরদার রাজা (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) ও অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেল (দিরাই-শাল্লা)।
দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া সোমবার পর্যন্ত পারিবারিকভাবে সময় কাটানোয় চেষ্টা করেও কেউ খালেদা জিয়া কিংবা তারেক রহমানের সঙ্গে দেখা করতে পারেননি।
সাবেক ছাত্রদল নেতা অ্যাড. তাহির রায়হান চৌধুরী
পাভেল বলেন,‘দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারিবারিকভাবে সময় কাটাচ্ছেন। তিনি দলীয় কোন কর্মসূচি কিংবা দলীয় কোন নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছেন বলে জানা নেই আমার। তবে ৮ আগস্ট বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় অনেকের সঙ্গেই সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হতে পারে।’

Exit mobile version