Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বিজয়: আরিফ

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, নানা ষড়যন্ত্র আর ব্যাপক সন্ত্রাসের পরও জনগন তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। অনেক বাধা বিপত্তির পরও জনগন প্রমাণ করেছে, সিলেটবাসী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল ঘোষণা শেষে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী সার্ভার স্টেশনে হাজির হয়ে আরিফ বলেন, এই বিজয় আমার না, এই বিজয় মহানগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে।

সিলেট সিটির ১৩৪ টি কেন্দ্রের মধ্যে সোমবার ফলাফল ঘোষিত হওয়া ১৩২ টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক প্রতিদ্বন্দ্বি প্রার্থী বদরউদ্দনি আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট আছে ৪৭৮৭ ভোট। ফলে দুটি কেন্দ্র ছাড়াই জয়ের সুভাষ পাচ্ছেন আরিফ।

ফলে ফলাফল ঘোষণা শেষে প্রতিক্রিয়ায় আরিফুল হক বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। তবে সিলেটে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। আমি আহ্বান জানাবো- আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিয়ে যাই।

Exit mobile version