Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সক্ষমতা বাড়াতে পুলিশের এয়ার উইং হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::

সক্ষমতা বাড়াতে পুলিশের এয়ার উইং হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা জানান মন্ত্রী। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে।

মন্ত্রী জানান, পুলিশের এয়ার উইংয়ের জন্য হেলিকপ্টার কেনা হবে। নতুন উইংয়ের জন্য একটি প্রস্তাব প্রণয়নের কাজ চলছে। এরপর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে আমরা হেলিকপ্টার সংগ্রহ করব। এ ছাড়া ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে। বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

Exit mobile version