Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুড়িগ্রামের সদর উপজেলায় প্রাইভেটকার ও বিআর‌টি‌সি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ‌শিশুসহ আরও দুইজন।

আজ বৃহস্প‌তিবার সকাল সাড়ে ৭টার দিকে কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়কের স্পিনিং মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার এসআই মো. শাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), তার স্ত্রী বিল‌কিস ‌বেগম (৪৫) ও ছেলে বিল্লাল হোসেন (২৫) । প্রাইভেটকারচালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আর‌ডিআরএস বাজার এলাকায় কু‌ড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআর‌টি‌সির এক‌টি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী এক‌টি প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকা‌রচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের পাঁচ যাত্রীকে উদ্ধার করে কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসক ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বিল্লাল ও প্রাইভেটকারচালক মারা যান। হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় পরে ম‌জিবুর ও বিলকিসের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Exit mobile version