Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সন্তানের মুখ দেখার আগেই করোনায় আশারকান্দি ইউপি সচিবের মৃত্যুতে শোকের মাতন

বিশেষ প্রতিনিধি:
বিয়ের ৫ বছর পর স্ত্রী সন্তানসম্ভাবা।
আর কদিন পর কাঙ্ক্ষিত প্রথম সন্তানের মুখ দেখার কথা। কিন্তুু সন্তানের মুখ দেখার আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব দিলোয়ার হোসেন(৩৫)। তাঁর পরিবারে ঈদের আনন্দের বদলে চলছে শোকের মাতন।পরিবারের লোকজন ও আশারকান্দি ইউনিয়ন পরিষদ সূত্র জানায়,জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকার নয়া সুবোধ পুর গ্রামের বাসিন্দা
আশারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব দিলোয়ার হোসেন এক বছর আগে ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। স্ত্রী কে নিয়ে তিনি আশারকান্দিতে বসবাস করেন। বিয়ের ৫ বছর পর তাঁর স্ত্রী সন্তান সম্ভাবা হলে তাঁর পরিবারে এবার অন্যরকম ঈদের আনন্দ দেখা দেয়। হঠাৎ করে তিনি ১৫ জুলাই জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। সুনামগঞ্জ
ইউনিয়ন পরিষদ সচিব সমিতির নেতা আব্দুল গফুর জানান, দিলোয়ার হোসেন প্রথম সন্তানের মুখ দেখার আনন্দে ছিলেন উদ্বেলিত। তাঁর স্ত্রী বিয়ের অনেক দিন পর অন্তঃসত্ত্বা হন। এ অবস্থায় তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী বলেন,ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করে গেছেন। জনসাধারণের সাথে ছিল তাঁর সু সম্পর্ক। তাঁর মৃত্যু থেকে পরিষদের সবাই বাকরুদ্ধ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,করোনা আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যুতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Exit mobile version