Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সব কোচিং সেন্টার অবৈধ:শিক্ষামন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ২রা এপ্রিল উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষাকে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষার দু’দিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসব কোচিং সেন্টারগুলো অবৈধ। এগুলোর কোনো আইনগত ভিত্তি নেই।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, পরীক্ষা নকলমুক্ত রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পক্ষ থেকে কার্যকর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন।
এই বৃদ্ধির হার শতকরা ১০ দশমিক ৭৯ শতাংশ। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৭৯টি, শিক্ষাকেন্দ্র বেড়েছে ৪৪টি। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন।

Exit mobile version