Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সমাজচ্যুত নয় বয়কট- বিনয় ভূষন বনিক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেক্স:: গত ২৯ জুলাই ২০১৬ খ্রিঃ রোজ শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ জউিড় শ্রী মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী জগন্নাথদবের রথযাত্রা উদযাপন নিয়ে সনাতন ধর্মালম্বীরদের বিরোধকে কেন্দ্র করে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করি আমি বিনয় ভূষণ বনিক৷ সভায় র্সবসম্মতিক্রমে গঠিত ১১ সদস্যরে র্বোড সামাজিক সিদ্ধান্ত অমান্য করে বিশৃংখলা সৃষ্ঠির অভিযোগে জগন্নাথপুরের মিন্টু রঞ্জন ধর ও অনন্ত গোপের পরিবারকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত গৃহিত হয়৷ সভায় আরো সিদ্ধান্ত হয় যে,অভিযুক্ত ব্যাক্তিগণ নিজেদের ভুল স্বীকার করলে তাদের এ দায় থেকে অব্যাহতি প্রদান করা হবে। কিন্তু কয়েকটি অনলাইন ও স্থানীয় সংবাদমাধ্যমে মিন্টু রঞ্জন ধর ও অনন্ত গোপের পরিবারকে সমাজচ্যুত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের সাথে আমি ভিন্নমত পোষন করছি কারণ সভায় সমাজচ্যুত কিংবা আইন বিরোধী কোন সিদ্ধান্ত এবং পাল্টা মামলা দায়েরের বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়নি। এধরনরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। প্রসংঙ্গত এবিষয়ে জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকমে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সঠিক ও বস্তুনিষ্ঠ বলে তিনি মন্তব্য করেন।

Exit mobile version