Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকারি ক্রয় কেন্দ্রের আশপাশে কোন মাস্তান-ফড়িয়া দেখতে চাই না:পরিকল্পনা মন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হাওরাঞ্চলের কৃষকদের ধানের দাম নিশ্চিত করতে সরকারি উদ্যোগের কথা জানতে চাইলে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন,‘সরকারি ক্রয় কেন্দ্রের আশপাশে কোন মাস্তান-ফড়িয়া দেখতে চাই না। এই বিষয়টি এবার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে। ক্রয় কেন্দ্র বাড়ানোরও চেষ্টা করা হবে। ধান সরকারিভাবে আমরা যা ক্রয় করি, এটি প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এই ধান কেনা হয় লাভের জন্য নয়,
ধানের উপযুক্ত দাম নিশ্চিত করার জন্য মূল্য নির্ধারণ করে দেয় সরকার। ক্রয় কেন্দ্রে গিয়ে কৃষকরা হয়রানির শিকার হন, এটিও সত্য। কৃষক ধান দিতে চাইলে, কম শুকনা, চিটা ইত্যাদি বলা হয়। আবার মাস্তান ও ফড়িয়াদের কাছ থেকে এই ধান নেওয়া হবে, এটা হতে দেওয়া হবে না।’

Exit mobile version