Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকারি ছুটি আরেক দফা বাড়ছে

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়তে পারে। সরকারের সূত্রগুলো বলছে, এবার ছুটির মেয়াদ আরও সাত দিন বাড়ানো হতে পারে। এবার বাড়ানো হলে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এ বিষয়ে আজ প্রথম আলোকে বলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি দেখা হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে। সূত্র প্রথম আলো।

Exit mobile version