Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র

স্টাফ রিপোর্টার:: স্থানীয় সরকার বিষয়ক কর্মশালা শেষে জাপান থেকে দেশে ফিরেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। রোববার তিনি পৌর অফিসে এলে পৌরসভার কর্মকর্তা-কমর্চারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় পৌর মেয়র আক্তার হোসেন জাপান সফরকালীন সময়ে সেখানকার স্থানীয় সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অবহিত হওয়ার বর্ননা দিয়ে বলেন,স্থানীয় সরকার যতবেশী শক্তিশালী হবে দেশ ততই স্বনির্ভর হবে। তিনি সফরকালীন সময়ের অভিজ্ঞতা জগন্নাথপুর পৌরসভার উন্নযনে কাজে লাগাতে চান বলে জানান। পৌর মেয়রকে বরণ করেন, জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন, প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর কর্মকর্তা এলাইছ মিয়া,আব্দুস সালাম, বিমল বণিকসহ পৌর কর্মকর্তা-কমর্চারীবৃন্দ। উল্লেখ্য পৌর মেয়র গত ৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্ভর পর্যন্ত জাপান সফরকালে সেখানকার বিভিন্ন উন্নয়ণমূলক কাজ ঘুরে দেখেন। এবং স্থানীয় সরকার বিষয়ক কর্মশালা অংশ নেন। কর্মশালায় ২০ সদস্য প্রতিনিধিদলের মধ্যে ১০জন সচিব ও ১০ জন পৌর মেয়রের মধ্যে সিলেট বিভাগের একমাত্র পৌর মেয়র হিসেবে তিনি এ সফরে যোগদেন।

Exit mobile version