Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকারী সব সেবা প্রতিস্টানে দুর্নীতি হয়: দুদক চেয়ারম্যান

জগন্নাথপুর২৪ ডেস্ক::দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশে দুর্নীতি আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। সরকারি সব সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়।
বুধবার যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা আইন মেনে দায়িত্ব পালন করলে কেউ চাকরি খেতে পারবে না। কেউ চাকরি খেলে আমার কাছে যাবেন, আমি আপনাদের চাকরি বুঝিয়ে দেব।’
তিনি বলেন, দুর্নীতি দমন বিভাগও দুর্নীতিমুক্ত নয়। এখানে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকের চাকরি চলে গেছে।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘এই দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। মাঝে মাঝে আমরা দুর্নীতি দমন করছি। তবে আমরা দুর্নীতি প্রতিরোধে বেশি গুরুত্ব দিচ্ছি। কোনো এক ব্যক্তিকে জেলে দেওয়া আনন্দের বিষয় নয়। তবে বৃহত্তর স্বার্থে আমাদের এটাও করতে হয়।’
ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের বয়সী লোকদের দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়। এজন্য আগামী প্রজন্মকে বেছে নিয়েছি। তাদের যদি দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে ২১ শতকে বিশ্বের সমৃদ্ধশালী ১১টি দেশের মধ্যে নাম থাকবে বাংলাদেশের।’
এজন্য তিনি দক্ষ জনশক্তির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘আমাদের দেশের এক কোটি মানুষ বিদেশ থেকে যে রেমিট্যান্স পাঠায়, তার চেয়ে বাংলাদেশে কর্মরত ১ লাখ বিদেশি বেশি টাকা নিয়ে যায়।’
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনার রূপসা উপজেলা শাখার সভাপতি আবদুর রশিদ, কলারোয়া শাখার সভাপতি আক্তার আসাদুজ্জামান, কুষ্টিয়ার দৌলতপুর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও নড়াইল জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।

Exit mobile version