Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সরকার হাওরাঞ্চলের প্রতিটি ঘরে বিদ্যুতের বাতি জ্বালিয়ে দিবে : এমপি জয়া সেন

দিরাই প্রতিনিধি ::
ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ফসলহারা কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে ভিজিএফ, ভিজিডি, ওএমএসসহ নগদ অর্থ বিতরণ, ব্যাংক লোন মওকুফ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহজ শর্তে লোন দেওয়া, হাওরে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অনুমতি দিয়েছে। শেখ হাসিনার সরকার হাওরপাড়ের কৃষি, শিক্ষা ও ডিজিটাল পদ্ধতিতে জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশের অন্যান্য এলাকার ন্যায় সরকার হাওরপাড়ের প্রতিটি ঘরে বিদ্যুতের বাতি জ্বালিয়ে দিবে।
বুধবার বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের শারেংপাশা ও নুরপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রতনগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক রেবতি দাস।
সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক লুৎফুর রহমান এওর মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, সহ সভাপতি জিল্লুর রহমান সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version