Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সর্বোচ্চ ভোট পেয়েও নৌকা প্রতিক পেলেন না জগন্নাথপুরের নিপু

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০জন কাউন্সিলরের ভোটে সর্বোচ্চ ১২ ভোট পেয়েও আওয়ামীলীগের মনোনয়ন নৌকা প্রতীক পেলেন না সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু। নিপুর গ্রামের বাড়ি জগন্নাথপুর পৌরএলাকার লুদরপুর গ্রামে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। চুরান্ত তালিকায় ঐদিনের ভোটে ২ ভোট পেয়ে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মোছব্বির।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিরণ মাহমুদ নিপুকে টুলটিকর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত করার দাবী জানালেও কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

উল্লেখ্য, এবারের ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন লাভের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের ভোটে নির্বাচিতদের নাম সুপারিশ করার জন্য জেলা ইউনিটকে বলা হয় কেন্দ্র থেকে। কিন্তু সিলেট সদরের টুলটিকর ইউনিয়নে নেতৃবৃন্দের ভোটে হিরন মাহমুদ নিপু নির্বাচিত হলেও মনোনয় পান নি তিনি।

Exit mobile version