Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সহজ হলো বৃটেনের ভিসা আবেদন

জগন্নাথপুর২৪ ডেস্ক: প্রযুক্তি ব্যবহার করে বৃটেনের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে ঢাকায় বসবাসকারী ভিসা প্রার্থীরা মোবাইল বায়োমেট্রিক এনরোলমেন্ট সিস্টেম (বিইএস) ব্যবহার করে আগুলের ছাপ ও ডিজিটাল ছবি বৃটেনের ভিসা ও অভিবাসন অংশীদার ভিএফএস গ্লোবালকে পাঠিয়ে দিতে পারবেন।

এ ব্যাপারে দেয়া এক বিবৃতিতে ঢাকায় বৃটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেছেন, বৃটেনের ভিসা ও অভিবাসন সেবার ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। বৃটেনই প্রথম রাষ্ট্র যা ভিএফএস গ্লোবাল মোবাইল সুবিধা বাংলাদেশে প্রচলন করল। বৃটেনের ভিসাপ্রার্থী ঢাকার অধিবাসীদের এখন আবেদনপত্র জমা দেয়ার জন্য ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে না।

তিনি বলেন, বাংলাদেশ ও বৃটেন ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন অংশীদার। এই পদক্ষেপ দুই দেশের মানুষের মধ্যে সম্পৃক্ততা আরো জোরদার করবে।

বিবৃতিতে বলা হয়েছে, অন ডিমান্ড ভিসা সার্ভিস (ওডিএমভি) একটি ঐচ্ছিক পদক্ষেপ, যার জন্য অতিরিক্ত ফি দিতে হবে।

Exit mobile version