Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাংবাদিক অপূর্ব শর্মার চা বাগানে গণহত্যা: ৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

সিলেট অফিস:: সাংবাদিক-গবেষক অপূর্ব শর্মা রচিত ‘চা বাগানে গণহত্যা: ১৯৭১’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বুধবার রাতে রিকাবীবাজারস্ত কবি নজরুল অডিটোরিয়ামে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদ কেন্দ্রী নেতা সার্জেন্ট রফিকুল ইসলাম বীরউত্তম, জাসদ ঢাকা উত্তর সভাপতি সফি উদ্দিন মোল্লা, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব সম্পাদক আজিজ আহমদ সেলিম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সিলেটভিউ২৪ডটকম সম্পাদক শাহ দিদার আলম নবেল এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

উলে­খ্য, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তথ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বিমানের নির্ধারিত ফ্লাইট ছাড়তে না পারায় তিনি সিলেট আসতে পারেন নি।

Exit mobile version