Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার মানস রায়ের ডান পা কেটে ফেলা হয়েছে

স্টাফ রিপোর্টার :জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ নাট্যকার উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক উদীচি ও খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ও হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি মানস রঞ্জন রায় গুরুতর অসুস্হ। সিলেট রাগীব রাবেয়া হাসপাতালের ৫মতলার অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাঁর একটি পা কেটে ফেলেছেন। প্রবীন এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের অসুস্হতায় উদ্বিগ্ন জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,সাধারণ সম্পাদক প্রনব বণিক পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক হীরা মোহন দে,প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব তাঁকে দেখে আশু সুস্হতা কামনা করেছেন।
উল্লেখ্য মানস রঞ্জন রায় একজন প্রতিভাবান নাট্যব্যক্তিত্ব তাঁর লেখা ৫টি নাটকের বই বাজারে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুই বিঘা জমিকে নাট্যরুপ দিয়ে তাঁর লেখা নাটক সিলেট বিভাগে প্রথম স্হান অর্জন করে জাতীয় পর্যায়ে মঞ্চস্হ হয়। দুই মেয়ে,স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর পরিবার। বর্তমানে চিকিৎসা ব্যয় বহনসহ আর্থিক সংকটে পড়তে হচ্ছে এই প্রতিভাবান নাট্যকারকে। সরকারী-বেসরকারী ও ব্যক্তিউদ্যেগে তাঁকে সহযোগীতার জন্য এগিয়ে আসার আহ্বান মানস রঞ্জন রায় এর পরিবার ও শুভানুধ্যায়ীদের।

Exit mobile version