Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাকিবই পারতো তামিমকে মেসেজ দিয়ে বলতে: মাশরাফি

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে টালমাটাল সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। দল গঠন নিয়ে সমালোচনা, একের পর এক ভিডিওবার্তা, দুই সিনিয়র ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ইস্যুতে খুব একটা ভালো নেই বাংলাদেশের ক্রিকেট। আর এবার এতসব আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে মাশরাফি বিন মর্তুজার নাম।

সাকিব আল হাসান আর তামিম ইকবালের পর এবার ক্যামেরার সামনে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। দেশের ক্রিকেটে বিগত কয়েক দিনের বিভিন্ন গুঞ্জন আর ঘটনা নিয়ে সবাই যখন আলোচনায় মত্ত, তখনই টাইগারদের সাবেক অধিনায়ক জানালেন তার নিজস্ব মতামত। যেখানে অধিনায়ক সাকিব তামিম ইকবালের সঙ্গে কথা বলতে পারতো বলেই মন্তব্য করেছেন তিনি।

নিজের ফেসবুকে পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘সাকিব আরও একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্বই নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো।’

 

Exit mobile version