Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের প্রবীণ শিক্ষক হবিবপুর সাজেদা খানম বালিকা উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভূমিদাতা স্যার মন্তেশ্বর আলী প্রতিষ্ঠিত সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ত্রৈমাসিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তালুকদার শিমুল ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। হবিবপুর আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষানুরাগী আবু হোরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, কবি সাহ্যিতিক দিলদার হোসেন দিলু, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ দিলু মিয়া, সাবেক সভাপতি খালেদ হোসেন চুনু ও ফারুক মিয়া,হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল রউফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মাসুক মিয়া,শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সমছু মিয়া,আছকন আলী মেম্বার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ শামসুদৌহা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, জগন্নাথপুর উপজেলার নারী শিক্ষার অগ্রগতিতে সাজেদা খানম বিদ্যালয়টি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদেরকে আন্তরিক অভিভাদন জানাই। তিনি বলেন,সরকারের পাশাপাশি প্রবাসীদের শিক্ষা বিস্তারে উদ্যোগ প্রশংসনীয়। এধরনের উদ্যোগকে সবাই মিলে এগিয়ে নিতে হবে।

Exit mobile version