Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাধারণ পাঠাগার সৈয়দপুরের কথকতার প্রকাশনা অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান- বর্তমান সরকার কোন অন্যায়ের সাথে আপোষ করবে না

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। বিএনপি নির্বাচনে না এসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার যে রাজনীতি শুরু করেছে তা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। সরকার এসব কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করবে । মন্ত্রী বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অসাম্প্রদায়িক স্বাধীন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টার রাজনৈতিক দল উল্লেখ করে বলেন,৭১ সালের মতো যারা দেশে থেকেও স্বাধীনতার বিরোধীতা করেছিল ঠিক একইভাবে এখন একটি চক্র এখন দেশের অগ্রযাত্রার বিরোধীতা করছে। তিনি এসব অন্যায় অবিচারের বিরুদ্ধে জনগনকে আন্দোলনে নামার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার নিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। কারো কথায় ক্ষমতা ছাড়বে না। জনগন যখন চাইবে তখন ক্ষমতা ছাড়বে। জনগন আওয়ামীলীগের সাথে আছে উল্লেখ করে তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বনির্ভর হয়ে বিদেশ রপ্তানী করছে দারিদ্রতা কমে এসেছে। সর্বক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। এসব অগ্রযাত্রা ও মুক্তচিন্তার বিকাশকে এগিয়ে নিতে আওয়ামীলীগের বিকল্প নেই। তিনি শুক্রবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন শেষে সাধারণ পাঠাগার সৈয়দপুরের উদ্যোগে পাঠাগারের ৩৩ বছর পূর্তি উপলক্ষে কথকতা প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পাঠাগার পরিচালনা পরিষদের পরিচালক কথকতার সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসানের সভাপতিত্বে ও পাঠাগারের পরিচালক সৈয়দ আহমদ হোসেন তানিন ও সৈয়দ জুননুন জাকেরীন এর যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,পাঠাগারের আজীবন সদস্য সৈয়দ নুরুল ইসলাম দুলু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সুনামগঞ্জ জেলাবারের আইনজীতি এডঃ নজরুল ইসলাম শেফু, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হরমুজ আলী, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বর্তমান সাধারণ সম্পাদক পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মল্লিক শাকুর ওয়াদুদ, কবি ও রাজনীতিবীদ মাশুক ইবনে আনিস, সমাজকর্মী সৈয়দ নায়েব আহমদ, সৈয়দ মারুফ। কোরআন তেলোওয়াত করেন সৈয়দ মিজান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এম এ মান্নান কথকতা প্রকাশনার মোড়ক উন্মোচণ করেন। এসময় মন্ত্রী এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পাঠাগারের স্থায়ী ভবন নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

Exit mobile version