Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সানলাইট হোটেলে ধর্ষনের ঘটনায় হোটেল ম্যানেজার তিন দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের সানলাইট আবাসিক হোটেলে বাউলশিল্পী ধর্ষনের ঘটনায় গ্রেফতারকৃত হোটেল ম্যানেজার রাকিব আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সুনামগঞ্জের চীপজুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। জগন্নাথপুর থানার এস.আই কবির আহমদ তিন দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্তের অগ্রগতির জন্য হোটেল ম্যানেজারকে ৫ দিনের রিমান্ডের জন্য আনার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আশা করছি রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য সম্প্রতি জগন্নাথপুর পৌর শহরের হোটেল সানলাইটে্ দিরাই উপজেলার বাসিন্দা বাউল শিল্পী স্বামীকে নিয়ে রাত্রিযাপন করতে গেলে জগন্নাথপুর পৌর এলাকার সেলন ভান্ডারী তার স্বামীকে বেধে রেখে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হলে পুলিশ হোটেল ম্যানেজার জগন্নাথপুর গ্রামের ফিরোজ আলীর পুত্র রাকিব আলী ও কাসেম মিয়া নামে দুজনকে গ্রেফতার করে। সেলন ভান্ডারী পলাতক রয়েছে।

Exit mobile version