Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বুধবার দিবাগত রাতে দেশে ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাঙ্ককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ।

এদিকে মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ঘটনার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। মিছিলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন।

জানা যায়, এর আগে মো. আবদুল হামিদ ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দেশ ছাড়ার ‘সবুজ সংকেত’ পান।

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তারা বলছেন, তার (আবদুল হামিদ) দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশত‍্যাগে বাধা দেওয়া হয়নি।

Exit mobile version