Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সামাদ আজাদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে

স্টাফ রিপোর্টার:: প্রবীন রাজনীতিবিদ স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের অবদান জাতি যুগ যুগ ধরে স্মরন রাখবে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রসৈনিক জাতির বিভিন্ন সংকটে জাতিকে যে দিক নির্দেশনা দিয়েছেন তা সবার হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ টায় আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের উদ্যোগে আয়োজিত আব্দুস সামাদ আজাদের ১১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। দূর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন নিউহাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এম.সামছু মিয়া, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির বিভাগীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট কমিউনিটি নেতা বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের মহানগর শাখার সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফুল মিয়া, আলতাফ হোসেন, মানবাধিকারী কর্মী আমিশা সালমা আলী খান, রতনা বেগম, অমিত দে, কামাল মিয়া, রেজওয়ান আহমদ প্রমুখ। সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Exit mobile version