Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সামাদ আজাদের গ্রামে আবারও ডুবল নৌকা

স্টাফ রিপের্টার::জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জন্মভূমি ভূরাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আবারও ডুবল নৌকা। সামাদ আজাদের মৃত্যুর পর থেকে আজিজুস সামাদ ডন মনোনয়ন বঞ্চিতসহ নানা রাজনৈতিক বঞ্চনার কারণে ক্ষুব্দ হয়ে নৌকা ডুবানোর রাজনীতিতে ভূরাখালি গ্রামবাসী সক্রিয় হয়ে উঠেছেন। আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত ভূরাখালিতে নৌকা ডুবানোর রাজনীতিতে আওয়ামীলীগ সমর্থকরা ক্ষুব্দ। নেতাকর্মীরা জানান, জীবদ্দশায় সামাদ আজাদ সারাজীবন ভূরাখালি গ্রামের সব ভোট নৌকায় পেতেন। সামাদ আজাদের মৃত্যুর পর থেকে শুরু হয় নৌকা ডুবানোর খেলা। যার ধারাবাহিকতায় বিগত সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা পরাজিত হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করে সামাদ পুত্র ডন ফুটবল প্রতীকে কাস্টিং ভোটের সবগুলো ভোটই পান। নৌকা কোন ভোট পায়নি। এবার প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পান ১০৫ ভোট পান ধানের শীষের প্রাথী পান ১১৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী পান ৪৮ ভোট। এবিষয়ে এক আওয়ামীলীগ নেতা বলেন,নৌকা ডুবানোর জন্য আওয়ামীলীগের নেতারাই কাজ করছেন। বিএনপিসহ অন্য কোন রাজনৈতিক দল নৌকা ডুবায়নি।

Exit mobile version