Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী তাঁর জন্মস্থান জগন্নাথপুরে পালিত

ষ্টাফ রিপোর্টার::
স্বাধীন বাংলার প্রথম পরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জাতীয় প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের ১৪তম মৃতুবার্ষিকী তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুরে পালিত হয়েছে।
শনিবার দুপুরে আব্দুস সামাদ আজাদের হাতেগড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুস সামাদ আজাদের নাতি ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা: মুজিবুর রহমান। অন্যান্যো মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীীলীগের সহসভাপতি সিরাজুল হক, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হক, পৌর আওয়ামীীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগ নেতা শশি কান্ত গোপ, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন মোহাম্মদ মতছির আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইসরাইল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, পৌর যুবলীগ নেতা মুহিবুর রহমান লিটু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহসভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ প্রমুখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মরহুমের জন্মভিটা জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামের বাড়িতে দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে বলে মরহুমের স্বজন সিদ্দিকুর রহমান জানিয়েছেন।

Exit mobile version