Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশে ১৭ হাজার কোটি টাকা ক্ষতি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশে ১৭ হাজার কোটি টাকা উৎপাদন ক্ষতি হয়েছে। এতে চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ শতাংশ কমে দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশে।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘যদি রাজনৈতিক পরিস্থিত স্থিতিশীল থাকত তাহলে বাংলাদেশে চলতি অর্থবছরে (২০১৪-১৫) জিডিপি প্রবৃদ্ধি হতে পারত ৬ দশমিক ৬ শতাংশ।’সাম্প্রতিক হরতাল-অবরোধের ৬০ দিন বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে বলে জানান জাহিদ হোসেন। এ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর যোহানেস জাট।

Exit mobile version