Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সারাদেশের মধ্যে সর্বপ্রথম জগন্নাথপুরের ৮টি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী’র উদ্বোধন

স্টাফ রির্পোটর ::
সারাদেশের মধ্যে সর্ব প্রথম সুনামগঞ্জের জগন্নাথপুরের আটটি ইউনিয়ন পরিষদে স্থাপিত হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলক উম্মোচনের মধ্য দিয়ে আনুষ্টানিকভাবে এর উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম, এ মান্নান। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম, জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, দক্ষিন সুনামগঞ্জের ইউএনও হারুন অর রশিদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব কামালী, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবু ঈমানি, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার যে আটটি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী স্থাপিত হয়েছে সেগুলো হলো, কলকলিয়া, পাটলী, মীরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন।

জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারীভাবে সারাদেশের সকল ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়। যার প্রেক্ষিতে আমরাই দেশের মধ্যে সর্বপ্রথম উপজেলার সব ক’টি ইউনিয়নে মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ লাইব্রেরী স্থাপন করা হয়েছে।

Exit mobile version